রবিবার, ০৯ মার্চ, ২০২৫, ০৪:০৭:৩৩

দেশে তীব্র সমালোচনা, ভাইকে নিয়ে ওমরাহ পালনে বাবর আজম

দেশে তীব্র সমালোচনা, ভাইকে নিয়ে ওমরাহ পালনে বাবর আজম

এমটিনিউজ২৪ ডেস্ক : ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থ হয়েছে পাকিস্তান। সমর্থকদের সবচেয়ে বেশি প্রত্যাশা ছিল বাবর আজমের কাছে। তবে সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন তিনি। যে কারণে দেশে তীব্র সমালোচনার মধ্যে দিয়ে যেতে হচ্ছে তাকে। বাদ পড়েছেন আসন্ন নিউজিল্যান্ড সফরের টি-টোয়েন্টি দল থেকেও। তবে এসব পাশ কাটিয়ে নিজের মন শান্ত করতে ভাইকে নিয়ে ওমরাহ পালন করতে সৌদি আরবে গিয়েছেন তিনি।

বাবরের ভাই সাফির আজমের ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিওতে দেখা গেছে সৌদি আরবের মক্কার পবিত্রতম স্থান মসজিদ আল হারামে ইফতার করছেন দুই ভাই। এসময় সাফির তার ভাই বাবরের দিকে খেজুর এগিয়ে দেন। এসময় বাবরকে হজের সাদা পোশাক পরিহিত অবস্থায় দেখা গেছে।

ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল ‘আলহামদুলিল্লাহ’।

অবশ্য রমজান মাসে পবিত্র শহর মক্কা ও মদিনায় বাবরের সময় কাটানোর ছবি এই প্রথমবার নয়। গত ২০২৪ সালেও রমজান মাসে ওমরাহ পালন করেছিলেন বাবর।

এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাজে পারফরম্যান্সের কারণে আসন্ন নিউজিল্যান্ড সফরের দল থেকে বাদ পড়েছেন বাবর। টি-টোয়েন্টি সিরিজটি ১৬-২৬ মার্চ পর্যন্ত চলবে। এরপর ২৯ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত হবে ওয়ানডে ম্যাচ। এই সফরে বাবরকে বাদ দেওয়ার বিষয়টি অবশ্য ভালোভাবে নিতে পারেননি তার বাবা। যার কঠোর সমালোচনাও করেছেন তিনি। তবে তার বিশ্বাস আসন্ন জাতীয় টি-টোয়েন্টি এবং পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ভালো পারফর্ম করে শক্তিশালীভাবে ফিরে আসবে বাবর।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে