স্পোর্টস ডেস্ক : এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপ খেলতে ১৪ এপ্রিল রাতে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় হকি দল। তার আগে মূল দলে ১৮ জন এবং ৬ জনকে স্ট্যান্ডবাই হিসেবে রেখে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। এদিকে প্রথমবারের মতো জাতীয় দলে জায়গা পেয়েছেন ওবায়দুল হোসেন ও আবেদ উদ্দিন।
গত ২০ ফেব্রুয়ারি ৫৭ জন খেলোয়াড় অংশ নেন কুপার টেস্টে। সেখান থেকে বাছাই করা ৪৫ জন খেলোয়াড় নিয়ে অনুশীলন শুরু হয়। এএইচএফ কাপ টুর্নামেন্ট সামনে রেখে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হয় হকি দল গঠন প্রক্রিয়া। বেশ কয়েক দিন ক্যাম্প করার পর শনিবার (৫ মার্চ) ৩৩ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করে হকি ফেডারেশন। সেখান থেকে ২৪ জন বাছাই করে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেন কোচ আ ন ম মামুন উর রশিদ।
জানা গেছে, স্ট্যান্ডবাই হিসেবে থাকা ৬ জনকে ছাড়া বাকি ১৮ জনকে নিয়ে ইন্দোনেশিয়া যাবে বাংলাদেশ দল। যদি মূল স্কোয়াডের কেউ অসুস্থ হয়ে পড়ে কিংবা ইনজুরিতে পড়ে, তাহলে স্ট্যান্ডবাই হিসেবে থাকা খেলোয়াড়দের মূল স্কোয়াডে অন্তর্ভূক্ত করা হবে।
ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত হবে এএইচএফ কাপ। টুর্নামেন্টটি চলবে ১৭ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত, যা একই সঙ্গে এশিয়া কাপের বাছাইপর্বও। এই প্রতিযোগিতার শেষ চার আসরের শিরোপাজয়ী বাংলাদেশ। তাই এবারও তাদের লক্ষ্য শ্রেষ্ঠত্ব ধরে রাখা।
এ মিশনে থাকছেন না দেশের হকির তারকা খেলোয়াড় রাসেল মাহমুদ জিমি। হকি ফেডারেশনের নতুন নিয়ম অনুযায়ী, ৩২ বছরের কেউ জাতীয় দলে খেলতে পারবেন না। বয়সের এই নিয়মের মধ্যে পড়ায় বাদ পড়ে যান জিমি। আর ৩৩ জন থেকে স্কোয়াড ২৪ জনে নামিয়ে আনার পথে বাদ পড়েন সাবেক অধিনায়ক সারওয়ার হোসেন ও মিলন হোসেন।
এএইচএফ কাপের সপ্তম আসরে পুল ‘বি’ তে থাকা বাংলাদেশের চার প্রতিপক্ষ শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও কাজাখস্তান। ১৭ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ ১৮ এপ্রিল, কাজাখস্তানের বিপক্ষে। প্রিলিমিনারি রাউন্ড এবং স্থান নির্ধারণী ম্যাচ শেষে ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।
১৮ জনের চূড়ান্ত স্কোয়াড: পুস্কর খিসা মিমো (অধিনায়ক), হুজাইফা হোসেন, রেজাউল করিম, সোহানুর রহমান, ফরহাদ আহমেদ, আশরাফুল ইসলাম, আমিরুল ইসলাম, আবেদ উদ্দিন, নাইম উদ্দিন, আল নাহিয়ান, রোমান সরকার, ফজলে হোসেন, আরশাদ হোসেন, ওবায়দুল হোসেন, রাকিবুল হাসান, মাহবুব হোসেন, বিপ্লব কুজুর ও আবু সাঈদ।
স্ট্যান্ডবাই ৬ জন: মেহরাব হোসেন, প্রিতম রায়, মেহেদী হাসান, নুরুজ্জামান নয়ন, তৈয়ব আলী ও মাইনুল ইসলাম।