সোমবার, ০৫ জানুয়ারী, ২০২৬, ০৯:৪৭:৫৯

মুস্তাফিজ ইস্যুতে অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্তকেও সাধুবাদ জানালেন পাইলট

মুস্তাফিজ ইস্যুতে অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্তকেও সাধুবাদ জানালেন পাইলট

স্পোর্টস ডেস্ক : আইপিএলের সম্প্রচার বন্ধের সরকারি সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সাবেক টাইগার ক্রিকেটার এবং বর্তমান বিসিবি পরিচালক খালেদ মাসুদ পাইলট। তার মতে, যেখানে বাংলাদেশি ক্রিকেটারদের সম্মান নেই, সেই খেলা দেশে সম্প্রচারেরও দরকার নেই। আইপিএল থেকে মুস্তাফিজকে বা দ দেয়ার সিদ্ধান্তকে অন্যায় বলেও মন্তব্য করেছেন সাবেক এই ক্রিকেটার।

আইপিএলের আসন্ন আসরের নিলামে দল পেয়েও খেলতে পারছেন না মুস্তাফিজুর রহমান। ভারতের কট্টর হিন্দুত্ববাদীদের চাপে পড়ে টুর্নামেন্ট শুরুর আগেই বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে চিঠি দিয়েছে মুস্তাফিজকে দল থেকে বাদ দেয়ার জন্য। সমর্থকদের চাপের পর বিসিসিআইয়ের চিঠি পেয়ে মুস্তাফিজের সঙ্গে চুক্তি বাতিল করে কলকাতা।

 তবে কলকাতা ও বিসিসিআইয়ের এমন সিদ্ধান্তের পর দেশের সমর্থকদের মধ্যে ব্যাপক উত্তেজনা লক্ষ্য করা গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও এমন সিদ্ধান্তকে গ্রহণ করতে পারেনি। মুস্তাফিজের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানার পরই আইসিসির কাছে জবাবদিহি চেয়েছে বিসিবি। এছাড়া নিরাপত্তা ইস্যুতে ভারতে অনুষ্ঠেয় আসন্ন বিশ্বকাপ খেলতে দেশটিতে যেতে অস্বীকৃতি জানায় বিসিবি। বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কার মাটিতে আয়োজনের জন্য আইসিসিকে অনুরোধ জানিয়েছে বিসিবি।

বিসিবির এমন সিদ্ধান্ত নিয়ে আজ (৫ জানুয়ারি) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম সংলগ্ন বিসিবি কার্যালয়ের সামনে কথা বলেছেন খালেদ মাসুদ পাইলট। তিনি বলেন, 'আমি মনে করি সঠিক সিদ্ধান্ত। একজন খেলোয়াড়কে যদি নিরাপত্তা না দিতে পারে, তাহলে যেকোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সেদিক থেকে আমার মনে হয় খুবই ভালো সিদ্ধান্ত। বোর্ড আইসিসিকে জানিয়েছে একটি নিরপেক্ষ ভেন্যুর ব্যবস্থা করতে।'
 
'আমি মনে করি খেলার মধ্যে কোনো রাজনীতি আসা উচিত না। আইপিএলের নিলামে তাকে বিসিসিআই নিয়েছে, গভার্নিং বডিও নাম রেখেছে....সব দিক বিবেচনায় এটা অন্যায়। ক্রিকেট সংস্কৃতির মধ্যে এগুলো না আনাই ভালো। ক্রিকেটের জায়গায় ক্রিকেট থাকা উচিত।'  
 
পাইলট আরও বলেন, 'খেলাধুলা মানুষকে এক করে। ভারতেও অনেক ভালো মানুষ আছেন, যারা ভালো ভালো মন্তব্য করছেন; ক্রিকেটারসহ সাধারণ মানুষ অনেকে ভালো মন্তব্য করছেন। কিছু খারাপ মানুষ আছেন, যারা খারাপ মন্তব্য করছেন। তারা সবসময়ই চায় দূরত্ব তৈরি করে রাখতে। আমার মতে, দূরত্ব তৈরি করে কারোরই লাভ বা ভালো হয় না। খেলাধুলার মাধ্যমে সবাইকে একত্রিত করাটা ইতিবাচক কাজ।'
 
মুস্তাফিজ ইস্যুতে চটেছে অন্তর্বর্তী সরকারও। বাংলাদেশে এই টুর্নামেন্ট সম্প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সরকারের এমন সিদ্ধান্তকেও সাধুবাদ জানিয়েছেন পাইলট।
 
তিনি বলেন, 'যে ইস্যুর কারণে মুস্তাফিজকে ফেরানো হচ্ছে, সেটা বোধগম্য নয়। এমন যদি হতো যে সে ভালো পারফর্ম করছে না বলে তাকে ছেড়ে দেয়া হয়েছে......তবে কোনোকিছুই না দেখিয়ে পাঠানো হয়েছে... এটা আমাদের দেশের বেশিরভাগ নাগরিককেই ছুঁয়ে গেছে। দিনশেষে আমাদের স্বার্থটা দেখতে হবে। যেখানে আমাদের খেলোয়াড়দের সম্মান নাই, সেই চ্যানেলটা বা খেলাটা আমাদের দেখার দরকার নেই। আইপিএলকে সরকার থেকে দেখতে দেবে না, এই ধারণাকে আমি গ্রহণ করি। আমরা দেখবোই না। আমরা ক্রিকেটকে ভালোবাসি, সব খেলাকে ভালোবাসি। কিন্তু যখন আমাদের একজন নাগরিককে অসম্মান করা হবে, তখন সেটা আমাদের এড়িয়ে চলা উচিত। আইপিএল আমরা দেখতে চাই না, আর আমি আইপিএল তেমন পছন্দও করি না।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে