নিউজ ডেস্ক : কুমিল্লায় অবৈ'ধভাবে পেঁয়াজ মজুদ করে চ'রম বিপা'কে পড়েছে অসাধু সিন্ডিকেটগুলো। নগরীসহ জেলার বেশ কিছু বাজারের পাশে অবস্থিত কয়েকশ গুদামে মজুদ করা পেঁয়াজ এখন প'চে যাচ্ছে। অধিক মুনাফার আশায় বাজারে কৃত্তিম সংক'ট সৃষ্টি করে পেঁয়াজ মজুদ করেছিল বেশ কিছু অসাধু ব্যবসায়ী। মজুদ করা এসব পেঁয়াজে পচন ধরায় অর্ধেক দামে বিক্রি করে দেয়া হচ্ছে।
এদিকে জেলা প্রশাসন এবং দোকান মালিক সমিতির যৌথ উদ্যোগসহ ভোক্তা অধিকার কর্তৃপক্ষের প্রচার-প্রচারণায় এবার হুজুগে পেঁয়াজ ক্রয় করেননি ভোক্তারা। এতে কাঙ্ক্ষিত মুনাফা হাতিয়ে নিতে পারেনি সিন্ডিকেটগুলো। ফলে পেঁয়াজ মজুদ করে উ'ল্টো লোকসানের মুখে পড়েছে।
জানা যায়, কুমিল্লার বড় বড় বাজার কেন্দ্র করে গড়ে ওঠা আড়তদার এবং সিন্ডিকেটগুলো সুযোগ পেলেই পেঁয়াজের বাজার অস্থি'তিশীল করে অধিক মুনাফা হাতিয়ে নিতে অ'বৈধ মজুদ কর্মকাণ্ড করে আসছে। সম্প্রতি ভারত রফতানি ব'ন্ধ করে দেয়ায় মুহূর্তের মধ্যেই হাজার হাজার বস্তা পেঁয়াজ মজুদ করে এ জেলার সিন্ডিকেটগুলো। এতে বাজারে কৃত্তিম সং'কট দেখা দেয়।
চাহিদানুসারে বাজারে পেঁয়াজ না থাকায় লা'ফিয়ে লা'ফিয়ে বাড়তে থাকে পেঁয়াজের দাম। সূত্র জানায়, দেশে পেঁয়াজের উৎপাদন হলেও তা চাহিদার তুলনায় একেবারেই কম। ফলে ভারতের পেঁয়াজের ওপরই নির্ভরশীল দেশের ব্যবসায়ীরা ও ভোক্তারা।