শনিবার, ১৩ নভেম্বর, ২০২১, ০১:০৭:৩৮

ইউপি সদস্য হলেন বিদেশি বধূ ক্যাটামিন, ভালোবেসে জয় করেছেন সবার মন

ইউপি সদস্য হলেন বিদেশি বধূ ক্যাটামিন, ভালোবেসে জয় করেছেন সবার মন

দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে বাধাকানাই ইউনিয়নে সংরক্ষিত নারী সদস্য পদে মাইক প্রতীক নিয়ে চার হাজার ৪৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ফিলিপাইনের নারী জিন ক্যাটামিন প্রেট্রিয়াকা (জেসমিন)। একজন বিদেশি নারী হয়েও ভালোবেসে সবার মন জয় করেছেন তিনি।  

জানা যায়, সিঙ্গাপুরের প্রবাসজীবনে থাকার সময় ফিলিপাইনের নারী জিন ক্যাটামিন প্রেট্রিয়াকার সঙ্গে পরিচয় হয় ময়মনসিংহের ফুলবাড়িয়ার রাধাকানাই ইউনিয়নের দবরদস্থা গ্রামের বাসিন্দা জুলহাস মিয়ার। সেই থেকে তাদের প্রেম। পরে পরিণয়।

২০১০ সালে সুদূর ফিলিপাইনে গিয়ে জিন ক্যাটামিনাকে বিয়ে করেন জুলহাস। জাহিদুল ইসলাম নামের এক পুত্রসন্তান আছে এই দম্পতির।
ধর্মান্তরিত হয়ে জিন ক্যাটামিন ইসলাম ধর্মে দীক্ষিত হন। জিন ক্যাটামিন প্রেট্রিয়াকা থেকে তার নাম হয় জেসমিন আক্তার। এক পর্যায়ে জেসমিন বাংলাদেশের নাগরিকত্ব পেয়ে যান। ১১ বছর তাদের দাম্পত্যজীবন।

এলাকাবাসী জানান, বাংলাদেশে এসে স্বামী, পরিবার ও আশপাশের মানুষকে আপন করে নিয়েছেন এই জেসমিন। ভোটাররাও তাই ভালোবেসে তাকেই নির্বাচিত করেছেন।   

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে