বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১, ০৩:৩১:৪২

মাত্র তিন ঘণ্টায় শত মাইল উড়ে বগুড়ার বিজয় দিবসের বেলুন ময়মনসিংহে শিশু হাসানের হাতে

মাত্র তিন ঘণ্টায় শত মাইল উড়ে বগুড়ার বিজয় দিবসের বেলুন ময়মনসিংহে শিশু হাসানের হাতে

আজ বৃহস্পতিবার ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৩০ লাখ শহীদ ও দু'লাখ মা-বোনদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা নামক লাল সবুজের পতাকা। এ পতাকার সম্মান ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিবছর সারাদেশে পালিত হয় মহান বিজয় দিবস। আজ দিবসটি উপলক্ষে বহু মাইল দূরে ওড়ানো একটি বেলুন মাতিয়ে দিলো ময়মনসিংহের ফুলপুর। 

ফুলপুরের আকাশে বেলুনটি দেখে লোকজন ছুটোছুটি শুরু করে দেয়। দেখে মনে হচ্ছিল বহুদূর থেকে উড়ে এসে বেলুনটি আকাশ থেকে নামছে। উৎসুক লোকজন দল বেঁধে ছুটে আসছেন বেলুনটি দেখার জন্য। একপর্যায়ে ইমাদপুরের সাংবাদিক নুরুল আমিনের বাড়ির উঠানে এসে পড়লে ছোট শিশু হাসান বেলুনটি ধরে ফেলে। এসময় এলাকার শত শত লোকজন ভিড় করে বেলুনটি এক নজর দেখার জন্য। বেলুনটিতে লেখা রযেছে ১৬ ডিসেম্বর বিজয় দিবস ২০২১ শুভ উদ্বোধন, জেলা প্রশাসন বগুড়া। সুন্দর এ বেলুনটি হাতে পেয়ে আনন্দে দৌড়াদৌড়ি করতে থাকে শিশু হাসান, মুখে যেন বিজয়ের হাসি। 

এ বিষয়ে জানতে চাইলে বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হক  জানান, আজ মহান বিজয় দিবস উপলক্ষে এ বেলুনটি সকাল ৮টায় ওড়ানো হয়েছে। এ সময় তিনি বলেন, খবরটি শুনে ভালো লাগলো। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। মুজিব শতবর্ষে বিজয়ের হাসি যেন সারাদেশে মানুষের মাঝে ফুটে ওঠে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে