বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২, ০১:৫৪:৩৮

কাঠ কুড়াতে গিয়ে বৃদ্ধার মৃত্যু, ছেলে বললেন, 'মায়ের উরফে জিনের আছর'

কাঠ কুড়াতে গিয়ে বৃদ্ধার মৃত্যু, ছেলে বললেন, 'মায়ের উরফে জিনের আছর'

ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁওয়ে কাঠ কুড়াতে গিয়ে ড্রেনে পড়ে রাশিদা খাতুন (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে আজ বুধবার বিকালে উপজেলার সালটিয়া ইউনিয়নের ষোলহাসিয়া মাঠখলা এলাকায়। 

খবর পেয়ে গফরগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে যায়। তবে নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, সালটিয়া ইউনিয়নের ষোলহাসিয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী রাশিদা খাতুন বেশ কিছুদিন যাবত মানসিকভাবে অসুস্থ। পরিবারের লোকজনের দাবি- রাশিদা খাতুনের ওপর জিনের আছর থাকায় অসংলগ্ন আচরণ করতেন। 

পূর্বেও তিনি একাধিক বার বাড়ি থেকে বের হয়ে গেছেন। পরে পরিবারের লোকজন তাকে ফিরিয়ে এনেছেন। বুধবার দুপুরের পর রাশিদা খাতুন কাঠ কুড়ানোর কথা বলে বাড়ি থেকে বের হয়ে যান। বিকাল ৩টার দিকে রাস্তার পাশের ড্রেনে তাকে মৃ'ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খরব দেয় পরে গফরগাঁও থানার এসআই শামছুল আলম ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের ছেলে ইমরানকে ডেকে আনেন।

নিহতের ছেলে ইমরান বলেন, মায়ের উরফে জিনের আছর আছে। আগেও বাড়িত্বে বাইর অইয়া গেছে।

গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, সম্ভবত রাশিদা খাতুন মানসিক অসুস্থতায় ভুগছিলেন। তার মৃত্যুতে পরিবারের কারো অভিযোগ না থাকায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে