সোমবার, ০৫ সেপ্টেম্বর, ২০২২, ১২:২৮:৩৪

১১ বছরের অদম্য মেধাবী এক কিশোর ১১ মাসে কোরআনের হাফেজ

১১ বছরের অদম্য মেধাবী এক কিশোর ১১ মাসে কোরআনের হাফেজ

ময়মনসিংহ : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার অদম্য মেধাবী এক কিশোর ১১ বছর বয়সে ১১ মাসে কোরআনের হাফেজ  হওয়ার গৌরব অর্জন করেছে। অল্প বয়সে হিফজ শেষ করায় মাদ্রাসা কর্তৃপক্ষ রাফীকে সংবর্ধনা প্রদান করেছে।

জানা যায়, রাফী ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের বড়ইবাড়ী গ্রামের মাওলানা আব্দুর রউফ আকন্দ নোমানীর পুত্র। রাফী তিন ভাই বোনের মাঝে সবার বড়। ময়মনসিংহের জিলা স্কুল মোড় নাহা রোডে অবস্থিত মাদ্রাসায় শনিবার বিকালে সংবর্ধনা দেওয়া হয়।

রাফী ময়মনসিংহের ব্যতিক্রমধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র। সংবর্ধনা অনুষ্ঠান পরিচালনা করেন তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসা ময়মনসিংহ শাখার কর্ডিনেটর হাফেজ মাওলানা মাহমুদুল হাসান।

মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা তাসলিম আহমদ জানান, তানযীমুল উম্মাহ মাদ্রাসা অন্যান্য মাদ্রাসা থেকে ব্যতিক্রম। এখানে আরবির পাশাপাশি বাংলা ইংরেজিতেও ছাত্রদেরকে দক্ষ করে গড়ে তোলা হয়। এখানে লেখাপড়া শেষ করে ছাত্ররা বিভিন্ন স্কুল কলেজেও ভর্তি হয়ে ভালো ফলাফল করতে পারে।

রাফীর শিক্ষক হাফেজ আবু সাঈদ জানান, রাফী পড়াশুনায় খুব মেধাবী। পড়াশুনার পাশাপাশি হামদ, নাতে রাসুল ও আযান পরিবেশনে খুব সুন্দর কণ্ঠের অধিকারী। সে একজন ভাল শিশু শিল্পী। প্রথমে ৮ পৃষ্ঠা করে সবক শুনিয়েছে। পরবর্তীতে প্রতিদিন ২০ পৃষ্ঠা করে সবক শুনিয়ে হাফেজ হয়েছে। আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

রাফীর বাবা বলেন, কুরআনের প্রতি তার প্রবল আকর্ষণ ও আন্তরিকতা থাকায় মহান আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে