এমটিনিউজ২৪ ডেস্ক : চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষাবোর্ডের উত্তরপত্র পুনর্নিরীক্ষণে ৩৬৪ জনের ফল পরিবর্তন হয়েছে। যার মধ্যে অকৃতকার্য থেকে পাস করেছেন ৬০ শিক্ষার্থী।
শনিবার (২৪ ডিসেম্বর) ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে এসব তথ্য জানানো হয়েছে।
ময়মনসিংহ শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. সামছুল ইসলাম জানান, আবেদনকৃতদের মধ্যে পুনর্নিরীক্ষণে ৩৬৪ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এদের মধ্যে অকৃতকার্য থেকে পাস করেছেন ৬০ শিক্ষার্থী। আর অকৃতকার্য থেকে জিপিএ-৫ পেয়েছেন পাঁচজন। এছাড়া গ্রেড পরিবর্তন হয়েছে ৩০৪ জনের।
জানা গেছে, গত ২৮ নভেম্বর প্রকাশিত ফলাফলে ময়মনসিংহ শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ১ লাখ ৯ হাজার ৯৫২ পরীক্ষার্থীর মধ্যে পাস করেন ৯৭ হাজার ৮৮২ জন এবং জিপিএ-৫ পান ১৫ হাজার ২১৬ জন পরীক্ষার্থী। নতুন ৬০ জন কৃতকার্য হওয়ার পর পাসের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৭ হাজার ৯৪২ জনে।