বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২, ০৪:০৮:৩৮

সংবর্ধনা দেওয়া হলো শখের মোটরসাইকেল বিক্রি করে ৪০০ ফুট লম্বা জাতীয় পতাকা টাঙানো যুবককে

সংবর্ধনা দেওয়া হলো শখের মোটরসাইকেল বিক্রি করে ৪০০ ফুট লম্বা জাতীয় পতাকা টাঙানো যুবককে

এমটিনিউজ২৪ ডেস্ক : মোটরসাইকেল বিক্রি করে ৪০০ ফুট লম্বা জাতীয় পতাকা টাঙিয়ে রাখা সেই যুবক আব্দুল লতিফকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার স্থানীয় মুক্তিযোদ্ধা ও এলাকাবাসীর পক্ষ থেকে সংবর্ধনার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল। সংবর্ধনা অনুষ্ঠানে আপ্লুত হয়ে পড়েন যুবক।

যুবকের বাড়ির সামনে কেন্দ্রীয় কৃষক লীগের ক্ষেতমজুরবিষয়ক সম্পাদক এছাহাক আলী সরকারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সদস্য এবিএম সিরাজুল হক সাজিদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা নুরুজ্জামান খোকন, কুষ্টিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম শামসুল হক কালু, ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মকবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আনসার আলী, ভিপি রাসেল প্রমুখ। বক্তব্যে প্রধান অতিথি যুবকের চাকরিসহ নানা ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

কিছুদিন আগে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপ উন্মাদনায় বাংলাদেশেও টাঙানো হয়েছিল ভিনদেশি পতাকা। তখনই লাল-সবুজের বাংলাদেশের পতাকা টাঙান কাঠমিস্ত্রি আব্দুল লতিফ। তিনি উপজেলা কুষ্টিয়া কাবারিয়াকান্দা গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। চার ভাইবোনের মাঝে সবার ছোট তিনি। ২০১৪ সালে এসএসসি পাস করে পরিবারের অসচ্ছলতায় আর লেখাপড়া করতে পারেননি। সংসারের হাল ধরতে কাঠমিস্ত্রীর পেশা বেছে নেন তিনি। ছোটবেলা থেকেই তিনি মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ভক্ত। বিজয় ও স্বাধীনতার মাস এলেই তাঁর ব্যস্ততা বেড়ে যায়।

মুজিব শতবর্ষ উপলক্ষে শখের মোটরসাইকেলটি ৩৫ হাজার টাকায় বিক্রি করে ৪০০ ফুট জাতীয় পতাকা তৈরি করে টাঙিয়ে দেন বাড়ির সামনের রাস্তার পাশে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে