মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩, ১২:৪৩:৪৩

গফরগাঁও সরকারি কলেজে ১৪ ফেব্রুয়ারির অনুষ্ঠানে ১৪৪ ধারা

গফরগাঁও সরকারি কলেজে ১৪ ফেব্রুয়ারির অনুষ্ঠানে ১৪৪ ধারা

এমটিনিউজ২৪ ডেস্ক : ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজ মাঠে ১৪ ফেব্রুয়ারি ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবিদুর রহমান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৪ ফেব্রুয়ারি বেলা ১১টায় গফরগাঁও সরকারি কলেজ মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর পথে’র বিনামূল্যে চক্ষু শিবির ও স্বেচ্ছায় রক্ত দান কর্মসূচি এবং স্বপ্নচর সমাজ কল্যাণ সংস্থার বসন্ত বরণ উৎসবের প্রস্তুতি নেয়। একই তারিখে কলেজের উদ্যোগে দিনব্যাপী বসন্ত বরণ ও পিঠা উৎসবের কর্মসূচি নেওয়া হয়। এতে কলেজ মাঠে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

এ বিষয়ে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহমেদ বলেন, কলেজ মাঠে একই দিনে একাধিক কর্মসূচি ঘোষণা করায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে