এমটিনিউজ২৪ ডেস্ক : ময়মনসিংহের গফরগাঁওয়ে কমিউটার ট্রেনের হুক ছিঁড়ে বগি রেখে ইঞ্জিন চলে যাওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ট্রেনের যাত্রীরা। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে প্রায় আড়াই ঘণ্টা ট্রেন যোগাযোগ বন্ধ ছিল।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে গফরগাঁওয়ের মশাখালী ও কাওরাইদ স্টেশনের মাঝে এই ঘটনা ঘটে। মশাখালী স্টেশন মাস্টার আমিনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিকাল পৌনে পাঁচটার দিকে দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী কমিউটার ট্রেনটি মশাখালী স্টেশন থেকে ছেড়ে যায়। ট্রেনটি কাওরাইদ স্টেশনের কাছাকাছি গেলে ইঞ্জিনের হুক ছিঁড়ে যায়। এতে বগি রেখে ইঞ্জিন চলে যায়। এই ঘটনায় প্রায় আড়াই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অপর একটি কমিউটার ট্রেনের বিচ্ছিন্ন ইঞ্জিন বগিগুলো মশাখালী স্টেশনে নিয়ে গেলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।