এমটিনিউজ ডেস্ক: ত্রিশালে জাতীয় হিফজুল কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় হাফেজ আফফান বিন সিরাজকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন।
শুক্রবার দুপুরে উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা পরিষদ কার্যালয়ে সংবর্ধনা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন বালিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ বাদল, ময়মনসিংহ ইসলামিক ফাউন্ডেশনের দেলোয়ার হোসাইন, উপজেলা পরিষদ মসজিদের খতিব হিজবুল্লাহ প্রমুখ।
হাফেজ আফফান বিন সিরাজ উপজেলার বালিপাড়া ইউনিয়নের সিরাজুল ইসলামের ছেলে। সে ১৩ আগস্ট বাংলাদেশ দ্বীনি সেবা ফাউন্ডেশন আয়োজিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৩ এর সারা দেশে প্রথমস্থান অর্জন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে সনদ, ক্রেস্ট ও পুরস্কার গ্রহণ করেন।