বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩, ০১:১১:০৪

একই উপজেলার ৯ জন বিসিএসে সুপারিশপ্রাপ্ত, সংবর্ধনা দিলেন ইউএনও

একই উপজেলার ৯ জন বিসিএসে সুপারিশপ্রাপ্ত, সংবর্ধনা দিলেন ইউএনও

এমটিনিউজ ডেস্ক: ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় শিক্ষার আলো ছড়িয়ে ৪১তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ৯ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম লুৎফর রহমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তার নিজ কার্যালয়ে বুধবার বেলা সাড়ে ১২টার দিকে মুক্তাগাছার কৃতী সন্তানদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে এ সংবর্ধনা দেওয়া হয়।

বিসিএস সুপারিশপ্রাপ্তরা হলেন- বিসিএস সাধারণ শিক্ষা (পদার্থ বিজ্ঞান) উপজেলার সুবর্ণখিলার মো. রজব আলীর ছেলে মো. বিলাল উদ্দিন মৎস্য ক্যাডারে (উপজেলা মৎস্য কর্মকর্তা), বানিয়াকাজীর মো. হেলাল উদ্দিনের মেয়ে হোসনে আরা খাতুন প্রশাসন ক্যাডারে, পুরাতন বাসস্ট্যান্ডের মকবুল হোসেন খানের মেয়ে শাহারিয়া হাসান খান পুলিশ ক্যাডারে (সহকারী পুলিশ সুপার), মণ্ডসেনের সঞ্জীব চন্দ্র পালের ছেলে সত্যজিৎ পাল প্রাণিসম্পদ ক্যাডারে (ভেটেরিনারি সার্জন), মধ্যসিহ্যর আব্দুল সাত্তারের মেয়ে সাদিয়া শারমিন তথ্য ক্যাডারে সহকারী (বেতার প্রকৌশলী), রঘুনাথপুরের মাহফুজুল ইসলামের ছেলে মো. তৌহিদুল ইসলাম ও মনিরামবাড়ির হারুনুর রশিদের ছেলে সামিউল রশিদ কৃষি ক্যাডারে (বৈজ্ঞানিক কর্মকর্তা), লক্ষীখোলার শরিফুল আলমের মেয়ে সোহানা আক্তার এবং সৈয়দগ্রামের আব্দুল কুদ্দুসের মেয়ে মোছা. কাওসারী আক্তার প্রশাসন ক্যাডারে।

ইউএনওর সংবর্ধনা পেয়ে খুশি হয়েছেন বিসিএস সুপারিশপ্রাপ্তরা। নিজেদের সবটুকু উজাড় করে দিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে সবার দোয়া কামনা করেন এবং একাডেমিক লেখাপড়ার পাশাপাশি নতুন প্রজন্মের শিক্ষার্থীদের সাধারণ জ্ঞান ও বৈশ্বিক জ্ঞান অর্জনের তাগিদ দেন তারা।

সংবর্ধনা প্রদান প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম লুৎফর রহমান বলেন, স্মার্ট বাংলাদেশ গঠনে তাদের উদ্বুদ্ধ করতে এবং নতুন প্রজন্মকে উৎসাহিত করতেই এ সংবর্ধনা প্রদান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে