এমটিনিউজ২৪ ডেস্ক : ময়মনসিংহের গৌরীপুরে এক যুবককে বাবা-ছেলে মিলে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। এরমধ্যে একজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে পুলিশ বলছে, পরকীয়ার সম্পর্কের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।
আজ শনিবার সকালে পুলিশ নিহত জামাল মিয়ার লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
গতকাল শুক্রবার গভীর রাতে উপজেলার একটি এলাকায় তাঁকে হত্যার ঘটনা ঘটে। আটক তিনজন হলেন, একই এলাকার শরিফ মিয়া (৪২), তাঁর ছেলে সজিব মিয়া ও ছেলের বন্ধু মামুন মিয়া।
জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে থানা-পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে বাড়ি ফিরে প্রতিবেশী জামালকে দেখতে পান শরিফ। স্ত্রীর সঙ্গে পরকীয়ার সন্দেহে তাৎক্ষণিক ধারালো অস্ত্র দিয়ে শরিফ জামালকে কোপাকে থাকেন।
এ সময় তাঁর সঙ্গে যোগ দেন ছেলে ও ছেলের এক বন্ধু। উপর্যপুরি আঘাতে গুরুতর আহত হন জামাল। তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তবে এটিকে পরিকল্পিত হত্যা বলে দাবি করেছেন নিহত জামাল মিয়ার স্বজনেরা।
জামালের মামি রিনা আক্তার বলেন, দীর্ঘ দিন ধরে জামাল শরিফের কাছে মোটা অঙ্কের টাকা পেত। ওই টাকা দিতে শরিফ গড়িমসি করছিল। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নিতে চাইলে শুক্রবার শরিফ ফোনে জামালকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেন।
এ বিষয়ে ময়মনসিংহ জেলা গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন মিয়া বলেন, ‘আটক শরিফ মিয়াকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাঁর স্ত্রীর সঙ্গে জামালের অবৈধ সর্ম্পক ছিল। রাতে ফিরে জামালকে ঘরে দেখে পরিবারের লোকজন মারপিট করে। আরো বিস্তারিত তথ্যের জন্য জিজ্ঞাসাবাদ চলছে।’