বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪, ০৯:৩৩:৩৩

সেই বৃদ্ধার বাড়িতে আকস্মিক ঈদ উপহার নিয়ে হাজির ইউএনও

সেই বৃদ্ধার বাড়িতে আকস্মিক ঈদ উপহার নিয়ে হাজির ইউএনও

ময়মনসিংহ থেকে: ময়মনসিংহের ফুলপুরে ৮০ বছর বয়সী অসহায় এক বৃদ্ধার পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম আরিফুল ইসলাম।

বুধবার (১০ এপ্রিল) বিকেলে সরেজমিনে উপস্থিত হয়ে বৃদ্ধার বাড়িতে আকস্মিক ঈদ উপহার হিসেবে চাল, ডাল, তেল, চিনি, সেমাই, নুডলস, সাবান ও নগদ ছয় হাজার টাকা নিয়ে হাজির হন ইউএনও। 

এ সময় বৃদ্ধার খোঁজ-খবর নেন। তার শারীরিক খবরসহ আলাপচারিতায় তার হাতে ঈদের উপহার তুলে দেন ইউএনও এ বি এম আরিফুল ইসলাম। উপহার পেয়ে আনন্দে আপ্লুত হন এ বৃদ্ধা গোলাপী বেগম।

জানা যায়, উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের মাটিচাপুর গ্রামের বাসিন্দা তিনি। স্বামী মারা যাওয়ার পর দীর্ঘদিন ধরে বিভিন্ন বার্ধক্যজনিত রোগে ভুগছেন। তার সন্তানরা খুব কষ্ট করে জীবনযাপন করেন।

জানা যায়, নিজ বাড়িতে টিউবওয়েল না থাকায় দূর থেকে পানি এনে দেয় অনেকেই। এমন পরিস্থিতিতে পানি খাওয়ার জন্য একটি টিউবওয়েল আবেদন করলে সঙ্গে সঙ্গে ইউএনও টিউবওয়েল দেওয়ার প্রতিশ্রুতি দেন। 

টিউবওয়েল ও ইউএনওর উপহার পেয়ে তার মুখে হাসি ফুটে। ঈদ উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান একরাম হোসেন পান্না, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার, স্থানীয় ইউপি সদস্যসহ সুশীল সমাজের লোকজন।

ইউএনও এ বি এম আরিফুল ইসলাম বলেন, সকালে খবর পাই এ অসহায় বৃদ্ধার। বিকালে তার হাতে প্রধানমন্ত্রীর এসব উপহার তুলে দিলে ওই বৃদ্ধা অনেক খুশি হয়েছে। তার স্বাস্থ্য বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের সঙ্গে কথা বলা হয়েছে। অসহায় ও অসচ্ছল পরিবারের পাশে সবসময় থাকবে উপজেলা প্রশাসন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে