বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪, ০৮:১৩:৫৮

সপ্তাহের দুই দিন ভ্রাম্যমাণ দোকানে এই ডিম বিক্রি করা হবে

সপ্তাহের দুই দিন ভ্রাম্যমাণ দোকানে এই ডিম বিক্রি করা হবে

এমটিনিউজ২৪ ডেস্ক : ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ১২ টাকা পিস ডিম বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেছে উপজেলা প্রাণিসম্পদ বিভাগ। প্রতি সপ্তাহের দুই দিন ভ্রাম্যমাণ দোকানে পৌর এলাকার বিভিন্ন স্পটে চলবে এই কার্যক্রম।

বুধবার (৬ নভেম্বর) উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোহাম্মদ হারুন উর রশিদ এই কার্যক্রমের উদ্বোধন করেন।

ডেইরি উন্নয়ন প্রকল্পের উদ্যোগে স্বল্পমূল্যে এই ডিম বিক্রি কার্যক্রমের প্রথম দিনে মোট এক হাজার পিস ডিম বিক্রি করা হয়।

সংশ্লিষ্ট উদ্দ্যোক্তারা জানান, সরাসরি খামারি হতে ডিম সংগ্রহ করে ভোক্তার কাছে বিক্রি করার জন্যই এই কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ক্রেতাদের চাহিদা অনুযায়ী প্রতি সপ্তাহের দুই দিন ভ্রাম্যমাণ দোকানে এই ডিম বিক্রি করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন ডা. আসমাউল ইকবাল মৃদুল, অবসরপ্রাপ্ত উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মফিজ উদ্দিন, মোরশেদ মিয়া, এগ্রোভেট রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন, সাধারণ সম্পাদক আবুল বাশার রিপন প্রমুখ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে