শনিবার, ০৫ মার্চ, ২০১৬, ০৮:৫৯:২২

পুলিশ ফাঁড়ি থেকে হাতকড়া নিয়েই দৌড়ে পালাল আসামি

পুলিশ ফাঁড়ি থেকে হাতকড়া নিয়েই দৌড়ে পালাল আসামি

নেত্রকোনা : পুলিশ ফাঁড়ি থেকে হাতকড়া নিয়েই পালাল এক আসামি।  ঘটনাটি ঘটেছে নেত্রকোনার মোহনগঞ্জ রেলওয়ে জিআরপি পুলিশ ফাঁড়িতে। মাসুক মিয়া (২২) নামে এক আসামি হাতকড়া পরা অবস্থায় পালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

 গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।  পলাতক মাসুক মিয়া পৌর শহরের টেঙ্গাপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে পৌর শহরের হাসপাতাল রোডের বাসিন্দা বাহার উদ্দিন তার স্ত্রী জহুরা আক্তারকে নিয়ে আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনে করে নেত্রকোনায় যাওয়ার জন্য মোহনগঞ্জ রেলওয়ে ষ্টেশনে আসেন।

তারা ষ্টেশনে পৌঁছানোর কিছুক্ষণ পরই স্ত্রী জহুরা আক্তারের ব্যাগে থাকা নগদ ১০ হাজার টাকা পকেটমারেরা নিয়ে যায়।  পরে তারা বিষয়টি রেলওয়ে জিআরপি পুলিশ ফাঁড়িতে গিয়ে অভিযোগ করেন।  

অভিযোগের ভিত্তিতে জিআরপি পুলিশ ওইদিন বিকেলে ষ্টেশন এলাকা থেকে পকেটমার চক্রের সদস্য মাসুক মিয়াকে আটক করে।  পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি ওই টাকা নেয়ার কথা স্বীকার করেন।

পরে বিষয়টি সুরাহা করতে বাদী ও আসামি পক্ষের লোকজনের সমন্বয়ে রাত ৯টার দিকে আসামির উপস্থিতিতে থানার এএসআই সারেজাহানের কক্ষে বৈঠক চলছিল।  বৈঠক থেকে হঠাৎ আসামি মাসুক মিয়া হাতকড়া পরা অবস্থায় দৌড়ে পালিয়ে যায়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই জিয়াউল করিম বলেন, আসামিকে ধরতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছি।
৫ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে