তোবারক হোসেন খোকন, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে পৌরসভার কুল্লাগড়া গ্রামে রামকৃষ্ণ আশ্রমে বিভিন্ন কর্মসুচীর মাধ্যমে দিনব্যাপি শ্রী রামকৃষ্ণর দেবের ১৮১তম জন্মতিথি উদযাপন করা হয় বৃহস্পতিবার।
কর্মসূচীর মধ্যে প্রত্যুষে মঙ্গলারতি ও দেশের শান্তি কামনায় প্রার্থনা, পূজা পাঠ, পুষ্পাঞ্জলী প্রদান, কথামৃত পাঠ, ভজনা সঙ্গীত, প্রসাদ বিতরণ ও আলোচনা সভা। রামকৃষ্ণ আশ্রমের সভাপতি এডভোকেট বিমল চন্দ্র সাহার সভাপতিত্বে রামকৃষ্ণর দেবের জীবনী নিয়ে আলোচনা করেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ্ হক, উপজেলা কুষকলীগ সাধারণ সম্পাদক শরদিন্দু সরকার স্বপন, সাবেক কাউন্সিলর দ্বীলিপ সাহা, আশ্রম কমিটির সাধারণ সম্পাদক প্রভাত চন্দ্র সাহা, সদস্য দেবল প্রত্রনবীশ, রাখাল চন্দ্র সরকার প্রমুখ। বক্তারা বলেন, ভোগের চেয়ে ত্যাগেই শান্তি, কাজেই সকলকে নিজ নিজ অন্তর থেকে শ্রী রামকৃষ্ণর দেবের সাধনা করতে হবে।
১০ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস