মঙ্গলবার, ১৭ মে, ২০১৬, ০৬:২৯:২২

রেলের প্লাটফর্মে ‘পাগলের’ এ কি কাণ্ড!

রেলের প্লাটফর্মে ‘পাগলের’ এ কি কাণ্ড!

নেত্রকোনা : রেলের প্লাটফর্মে ‘পাগলের’ এ কি কাণ্ড!ট্রেনের জন্য অপেক্ষায় থাকা যাত্রীদের ওপর আক্রমণ।  হঠাৎ এক যুবক যাকে খুশি তাকে ছুরি মারতে থাকেন।  

এ সময় ছুরির আঘাতে বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে জামালগঞ্জের বাদল বিশ্বাস (৫৫), টেংগাপাড়ার শিশু ইমন (৬) ও অনিক (১৮) গুরুতর আহত হয়।  

স্থানীয়রা তাদের উদ্ধার করে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বাদল বিশ্বাসকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে নেত্রকোনার মোহনগঞ্জ রেলস্টেশনের প্লাটফর্মে।  পুলিশ যুবকটিকে আটক করেছে।

স্থানীয়রা জানান, চিকিৎসার জন্য ট্রেনে করে নেত্রকোনায় যাওয়ার উদ্দেশ্যে মঙ্গলবার দুপুরে মোহনগঞ্জ ষ্টেশনে আসেন পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার অশ্বিনী বিশ্বাসের ছেলে বাদল বিশ্বাস।

ট্রেনের জন্য অপেক্ষায় থাকা বাদলসহ যাত্রীদের হঠাৎ যুবকটি যাকে খুশি তাকে ছুরি মারতে থাকেন।  এ সময় ছুরির আঘাতে বেশ কয়েকজন আহত হন।  

এ ব্যাপারে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানান, প্রধানমন্ত্রীর একান্ত সচিবের প্রোগ্রামে ব্যস্ত থাকায় বিস্তারিত জানি না। ঘটনাটি যেহেতু স্টেশন এলাকায় তাই স্টেশন মাস্টার ভালো বলতে পারবেন হয়তো।

আটক সেই পাগলের নাম-ঠিকানা জানা যায়নি।

এদিকে স্টেশন মাস্টার রব্বানী জানান, পাগল এক যুবক ষ্টেশনের যাত্রীদের ছুরি মারছিল।  এ সময় তিনজন আহত হয়।  

এদের মধ্যে বাদল নামের একজন মারা গেছে।  সচিব মহোদয়ের প্রোগামে ব্যস্ত থাকায় বিস্তারিত বলতে পারব না।  মামলা বা লাশের ব্যাপারে রেল পুলিশ জানে।
১৭ মে,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে