নেত্রকোনা: খেলার মাঠে মৃত্যুর মিছিল যেন থামছেই না। গত বছর অস্ট্রেলিয়ার ফিল হিউজ থেকে শুরু হওয়া এ মিছিলে যোগ হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের এক কিশোর, পাকিস্তানের এক ক্রিকেটার-এমনকি বাংলাদেশেরও একটি ছেলে। যে কিনা বিকেলে ব্যাট হাতে খেলতে গিয়ে বন্ধুদের সাথে বিতর্কে জড়িয়ে পড়ে মারামারিতে নিজের জীবন হারান।
খেলার মাঠের মৃত্যু ক্ষত যখন দাউ দাউ করে জ্বলছে,ঠিক তখনই এবার খেলার মাঠে না যেতেই রাস্তাতেই মৃত্যুর কোলে ঢোলে পড়লেন আগামী দিনের দুই টাইগার খেলোয়াড়। আজ নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বেনুয়া গ্রামে সকাল নয়টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফ মিয়া (১২) ও আরমান মিয়া (৭) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। যারা কিনা হতে পারতো আগামী দিনের কোন নামকরা ক্রিকেটার কিংবা ফুটবলার বা অন্যকিছু।
কলমাকান্দা থানা-পুলিশের কর্মকর্তা বশির আহম্মদজানিয়েছেন, আজ সকালে বাড়ির পাশে খেলতে যায় উপজেলার বেনুয়া গ্রামের আব্বাছ আলীর ছেলে আরিফ মিয়া (১২) ও একই গ্রামের হজরত আলীর ছেলে আরমান মিয়া (৭) খেলতে যাওয়ার পথে পুকুর পাড়ে শ্যালো মেশিনের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
২৫ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ