বিচিত্র জগৎ ডেস্ক: বিশ্বব্যাপী সামাজিক যোগাযোগমাধ্যমের বরাতে প্রায়ই অবাক করা অনেক বিষয় আমাদের সামনে আসে। এর মধ্যে কিছু ঘটনা বিশ্বাসযোগ্য না হলেও সত্য বলে জানা যায়। যেমন ইতালির গ্রামে বাস করলেই দেওয়া হচ্ছে ২৮ লাখ টাকা! খবর সিএনএনের।
জানা গেছে, ইতালির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্যালাবরিয়া অঞ্চলে অবিশ্বাস্য এই সুবিধা দেওয়া হচ্ছে। তবে এক্ষেত্রে সেখানে গিয়ে আগে আপনাকে রেস্তোরাঁ বা দোকান খুলতে হবে এবং আবাস গড়ে তুলতে হবে। তাহলেই সরকারের পক্ষ থেকে তিন বছরে ৩৩ হাজার মার্কিন ডলার পাওয়া যাবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ লাখ টাকার সমান।
সিএনএন বলছে, মূলত অঞ্চলটির গ্রামগুলোতে জনসংখ্যা দ্রুত কমছে এবং ইতিমধ্যে অনেক গ্রাম জনশূন্য হয়ে পড়েছে। তাই বাহির থেকে মানুষ নিয়ে গিয়ে গ্রামগুলোর জীবন ও আর্থিক কাঠামো সচল রাখতেই এ সিদ্ধান্ত নিয়েছে ইতালির সরকার।