রবিবার, ২০ অক্টোবর, ২০১৯, ০৫:০৫:২৯

ভোলায় সংঘর্ষের ঘটনায় যা জানালেন পুলিশ সুপার

ভোলায় সংঘর্ষের ঘটনায় যা জানালেন পুলিশ সুপার

ভোলা থেকে : এক যুবকের ফেসবুক মেসেঞ্জার থেকে বিভিন্নজনের কাছে যাওয়া ধর্মীয় আ'ক্র'মণা'ত্মক মেসেজ থেকেই ভোলার বোরহানউদ্দিনের উ'ত্তে'জনার সূত্রপাত। সেই যুবকের দাবি তার ফেসবুক আইডি হ্যাক হয়েছে। 

তাকে জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার রাতেই আটক করেছে পুলিশ। আটক করা হয়েছিল হ্যাকিংয়ে সংশ্লিষ্টদেরও। ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানিয়েছেন, শুভ নামের এক যুবকের ফেসবুক আইডি হ্যাক হয়েছিল গত ১৮ তারিখ। আমরা এর সাথে সংশ্লিষ্ট সবাইকে জিজ্ঞাসাবাদের জন্য আ'ট'ক করে নিয়ে আসি। 

গতকাল স্থানীয় জনপ্রতিনিধি, ইমাম-আলেম ও গণ্যমান্যদের সাথে বিষয়টি নিয়ে আলাপ করি। ওনারা আমাদের বলেন যে এ নিয়ে ওনাদের সমাবেশটি স্থগিত করবেন। তারপর আজ সকাল থেকেই দেখি ওনারা মাইক নিয়ে এসেছেন, স্টেজ বানাচ্ছেন। তখন সেখানে পুলিশ মোতায়েন করা হয়।

শুরুতে এই সমাবেশ শান্তিপূর্ণ ছিল উল্লেখ করে তিনি জানান, আমি গিয়ে তাদের সাথে কথা বলি। তারা আমার কথায় আশ্বস্ত হয়েছিল। ধারণা করেছিলাম সবাই চলে যাবে। আমি স্টেজ থেকে নামার পর হঠাৎ একদল জনতা আমাদের ওপর ইট-পাটকেল নি'ক্ষে'প করতে থাকে। আমরা আ'ত্ম'রক্ষা'র্থে পাশের মাদ্রাসা ভবনে আশ্রয় নেই। কিন্তু ওরা সেখানেও আ'ক্র'মণ করে। 

পরবর্তীতে তারা দরজা-জানালা ভেঙে ফেলে। আমাদের একজন পুলিশ সদস্য তাদের গু'লিতে আহ'ত হন। তার ডান বুকে গু'লি লেগেছে। যার প্রত্যক্ষদর্শী ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার। তাকে হাসপাতালে পাঠানো হয়। আ'ত্মর'ক্ষা'র্থেই পুলিশ গু'লি করে। আমরা আমাদের ব্যবস্থাপনায় ৪ জন আহ'তকে হাসপাতালে নিয়ে যাই। তাদের মধ্যে ৩ জন মা'রা গেছেন।

জানা গেছে, ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে ক'টূ'ক্তি করার অভিযোগ ওঠে বিপ্লব চন্দ্র শুভ নামের এক যুবকের বিরুদ্ধে। তার ফেসবুক আইডি থেকে তার ফ্রেন্ডলিস্টের বেশ কয়েকজনের কাছে আল্লাহ এবং রাসুল (সঃ) কে নিয়ে কু'রু'চিপূর্ণ ম্যাসেজ যায়। 

এরপর কয়েকটি আইডি থেকে ম্যাসেজগুলোর স্ক্রিনশট নিয়ে ফেসবুকে দেয়া হলে প্রতিবা'দের ঝড় উঠে। এ অবস্থায় সন্ধ্যার পর বিপ্লব চন্দ্র বোরহানউদ্দিন থানায় আইডি হ্যা'ক হয়েছে মর্মে জিডি করতে গেলে থানা পুলিশ বিষয়টি তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য বিপ্লব চন্দ্রকে তাদের হেফাজতে রাখে।

সেই ঘটনার প্রতিবাদে রবিবার সকালে বোরহানউদ্দিনের ঈদগাঁ মসজিদ প্রাঙ্গণে তাওহীদী জনতার ব্যানারে বিক্ষোভ-সমাবেশের আয়োজন করা হয়। বি'ক্ষো'ভকারীদের সরিয়ে দেয়ার চেষ্টা করলে পুলিশের সাথে সং'ঘর্ষে জ'ড়িয়ে পড়ে তারা। চলে ধা'ওয়া পা'ল্টা ধা'ওয়া। ফাঁকা গু'লি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সূত্র : যমুনা টিভি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে