রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯, ০৫:১১:১৪

‘ছাত্র রাজনীতি নয়, শিক্ষকদের লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ করতে হবে’

‘ছাত্র রাজনীতি নয়, শিক্ষকদের লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ করতে হবে’

শ্রীমঙ্গল থেকে : ছাত্র রাজনীতি নয়, শিক্ষকদের লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ করতে হবে। শিক্ষকদের লেজুড়বৃত্তিক রাজনীতি চর্চার কারণে শিক্ষার্থীরা শিক্ষকদের মানছে না, শিক্ষাঙ্গনে অস্থিরতা বিরাজ করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আজ রবিবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের উদবোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বুয়েটের সাম্প্রতিক ঘটনা উল্লেখ করে তিনি বলেন, আমাদের দেশে ছাত্র রাজনীতির উজ্জ্বল ইতিহাস রয়েছে। দীর্ঘদিন ক্ষমতায় থাকায় কিছু সুবিধাবাদী নিজেদের আখের গোছাতে দলে ঢুকে পড়েছে, এখনই তাদের ঝেটিয়ে বিদায় করতে হবে। চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, স'ন্ত্রা'সীদের আমাদের দলে ঠাঁই নাই।

শ্রীমঙ্গল শহরের পুরান বাজারে সকাল সাড়ে ১১টায় এ সম্মেলনের উদবোধন করেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ এমপি। এতে প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে