রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫, ০৮:০৯:০৪

খানসামায় শিক্ষার্থীদের খাতায় ভারতীয় সিরিয়ালের ছবি !

খানসামায় শিক্ষার্থীদের খাতায় ভারতীয় সিরিয়ালের ছবি !

মোহাম্মদ সাকিব চৌধুরী,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: পোশাকের পর এবার ভারতীয় বিভিন্ন টিভি সিরিয়ালের প্রভাব পড়ছে কোমলমতি শিক্ষার্থীদের লেখার খাতায় । দিনাজপুরের খানসামা উপজেলার বিভিন্ন স্কুলগামী শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তকের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে ভারতীয় টিভি সিরিয়ালের নায়ক-নায়িকাদের রঙ্গিন ছবিযুক্ত মলাটের খাতা । কয়েকটি স্কুলে ঘুরে দেখা যায় , শিক্ষার্থীরা লেখাপড়ার আলোচনা বাদ দিয়ে স্টার জলসা , জি বাংলার বিভিন্ন সিরিয়ালের গত পর্বের আলোচনা নিয়েই বেশি ব্যস্ত আবার অনেকে খাতায় থাকা কিরনমালা ,ইস্টি কুটুম , ঠিক যেন লাভ স্টোরি , চোখের তারা তুই , বধুবরণ , পাখি নাটকের ছবি দেখে এটা কোন পর্বের ছবি তা নিয়ে তর্ক-বির্তকেই ব্যস্ত । খানসামা উপজেলার পাকেরহাটের বিভিন্ন দোকান ঘুরে দেখা যায় , ভারতীয় টিভি চ্যানেল স্টার জলসা , জি বাংলা সহ বিভিন্ন সিরিয়ালের নায়ক-নায়িকাদের ছবি সংবলিত খাতা বিক্রি করা হচ্ছে । দোকানদারদের কাছ থেকে জানা যায় , প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরাই বেশীর ভাগ সময় দোকানদারের কাজ থেকে এইসব খাতা চেয়ে নিচ্ছে ।পাকেরহাট বাজারের রানা ভ্যারাইটিজ এর মালিক বলেন , এসব খাতার চাহিদা ব্যাপক , তাই অনেকটা বাধ্য হয়েই এ ধরনের খাতা বিক্রি করছি । প্রতিটি খাতা ১০ থেকে ৬০ টাকা পযর্ন্ত বিক্রি করতে দেখা গেছে দোকানগুলোতে । এক প্রশ্নের জবাবে একজন বিক্রিতা বলেন , এসব খাতা বিক্রি করতে খারাপ লাগে, কিন্তু বাজারে এর ব্যাপক চাহিদা । প্রায় ৬ মাস থেকে এসব খাতা বিক্রি হচ্ছে উপজেলার বিভিন্ন হাট বাজারে । এসব খাতা সৈয়দপুর থেকে সরবারহ করা হচ্ছে বলে জানান , ব্যবসায়ীরা । শারমিন নামে এক স্কুল ছাত্রী কিরনমালা খাতা কেনার সময় জানায় , আমাকে কিরনমালা নাটক ভাল লাগে তাই কিরনমালা খাতাটা নিচ্ছি । ২০ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে