দিনাজপুরের ১৬টি স্কুলের সবাই ফেল
দিনাজপুর প্রতিনিধি : জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের ১৬টি স্কুলের সবাই ফেল করেছে। এসব স্কুলের কেউ পাস করেনি।
স্কুলের মধ্যে সরকার পাড়া গার্লস জুনিয়র উচ্চ বিদ্যালয় পীরগঞ্জ, রংপুর। এ স্কুল থেকে জেএসসি পরীক্ষা দিয়েছিল ৫ জন। জয়েনপুর আদর্শ জুনিয়র বালিকা বিদ্যালয়, সাদুল্ল্যাহপুর, গাইবান্ধা। পরীক্ষা দিয়েছিল মাত্র ১ জন।
উত্তর কারিয়েল খাতা জুনিয়র স্কুল, নীলফামারী সদর, নীলফামারী। পরীক্ষার্থী ছিল মাত্র ২ জন। বালাগ্রাম জুনিয়র গার্লস স্কুল জলঢাকা, নীলফামারী। পরীক্ষার্থী ছিল ৫ জন।
মধুপুর নয়াহাট জুনিয়র সেক্রেটারি স্কুল সৈয়দপুর, নীলফামারী। পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬ জন। বারোমানী জুনিয়র উচ্চ বিদ্যালয়, নাগেশ্বরী, কুড়িগ্রাম। পরীক্ষার্থী ছিল ৫ জন। পায়রাডাঙ্গা জুনিয়র স্কুল, নাগেশ্বরী, কুড়িগ্রাম। পরীক্ষার্থী দিয়েছিল ১১ জন।
জামতলা জুনিয়র বালিকা উচ্চ বিদ্যালয়, নাগেশ্বরী, কুড়িগ্রাম। পরীক্ষার্থী দিয়েছিল মাত্র ১ জন। শিয়ালকুট জুনিয়র উচ্চ বিদ্যালয়, পার্বতীপুর, দিনাজপুর। পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩ জন।
বাদুরিয়া মডেল জুনিয়র বালিকা বিদ্যালয়, নবাবগঞ্জ, দিনাজপুর। পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩ জন। মারগাঁও আদর্শ জুনিয়র বিদ্যালয়, খানসামা, দিনাজপুর। পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ জন। কালিকাগাঁও শাহপাড়া জুনিয়র বিদ্যালয়, ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও। পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩ জন।
শহীদ আতিউর রহমান জুনিয়র উচ্চ বিদ্যালয়, পীরগঞ্জ, ঠাকুরগাঁও। পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ জন। পরাগপুর জুনিয়র বালিকা বিদ্যালয়, রানীশৈংকল, ঠাকুরগাঁও। পরীক্ষার্থী ছিল মাত্র ১ জন।
মালামহাট মডেল জুনিয়র বালিকা বিদ্যালয়, বোদা, পঞ্চগড়। পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ জন। চাপরাঝার আদর্শ জুনিয়র বিদ্যালয়, আটোয়ারী,পঞ্চগড়। এ স্কুলে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩ জন।
এসব স্কুলের কেউ পাস না করায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন দিনাজপুর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান।
৩১ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর