বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০১৫, ০৭:৪৩:৩৯

স্কুলের পরীক্ষার্থী ১ জন, তারপরেও ফেল

স্কুলের পরীক্ষার্থী ১ জন, তারপরেও ফেল

দিনাজপুর প্রতিনিধি : জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ৪টি স্কুলের ১ জন করে পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করলেও সবাই ফেল করেছে। এমন সনামধন্য স্কুল চারটি দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীন। স্কুল চারটি হলো- জয়েনপুর আদর্শ জুনিয়র বালিকা বিদ্যালয়, সাদুল্ল্যাহপুর, গাইবান্ধা। এ স্কুল থেকে মাত্র ১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ফেল করেছে। জামতলা জুনিয়র বালিকা উচ্চ বিদ্যালয়, নাগেশ্বরী, কুড়িগ্রাম। এ স্কুল থেকে মাত্র ১জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। কিন্তু পাস করতে পারেনি। দিনাজপুরের খানসামা মারগাঁও আদর্শ জুনিয়র বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষার্থীয় অংশগ্রহণ করেছিল মাত্র ১ জন পরীক্ষার্থী। সেই পরীক্ষার্থীও ফেল করেছে। পরাগপুর জুনিয়র বালিকা বিদ্যালয়, রানীশৈংকল, ঠাকুরগাঁও থেকে পরীক্ষা দিয়েছিল মাত্র ১ জন পরীক্ষার্থী। কিন্তু সে-ও পাস করতে পারেনি। এসব স্কুলের একজন করে ছাত্র পরীক্ষা দিয়ে পাস না করায় অভিভাবক মহলে ক্ষোভের সঞ্চার হয়েছে। অনেকে শিক্ষকদের ধিক্কার দিচ্ছেন। ৩১ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে