সবুজ হোসেন, দিনাজপুর থেকে: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দর বাজারে এক ভাংরির গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার দুপুর ২টা ১৫ মিনিটে রাণীরবন্দর খানসামা রোডের সেকান্দার আলীর ভাংরির গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ধারনা করা হচ্ছে টায়ার পুরিয়ে গুনার তার বের করতে গিয়ে আগুনের সূত্রপাত ঘটেছে। আগুনের তিব্রতা এত বেশী ছিল ছিল যে শতশত জনতা শুধু তাকিয়ে দেখেছে আর ফায়ার সার্ভিস আসার জন্যে অপেক্ষা করেছে। আগুন লাগার অন্তত আধা ঘন্টা পরে ফায়ার সার্ভিসের হাজির হয়। ততক্ষণে আগুন নিভে গেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
আব্দুল মজিদ নামের এক স্থানীয় প্রত্যক্ষদর্শী জানায়, বাংলা সিনেমায় চোর পালালে যেমন পুলিশ চলে আসে তেমনিভাবে আগুন নিভার পরে ফায়ার সার্ভিস এসেছে। জনতার মুখে শুধু একটাই কথা হায় আফসোস! যদি রানীরবন্দরে একটি ফায়ার সার্ভিস থাকতো, তাহলে এত বড় ক্ষয়ক্ষতি হতনা। এলাকাবাশীর একটাই দাবী, রাণীরবন্দরের নিকটবর্তী ফায়ারসার্ভিস চাই।
১৯ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস