দিনাজপুর : এবার জলোর দাবিতে ধর্মঘট ও গণ-জামায়েতের ডাক দিয়েছে পেশাজীবি ঐক্য পরিষদ। বুধবার সকাল ৬ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছেন পরিষদের আহব্বায়ক মো. রফিকুল ইসলাম।
কর্মসূচির আওতায় থাকবে বিরামপুরের সরকারী, বেসরকারী অফিস আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবস্যা প্রতিষ্ঠান, যানবাহন এবং সড়ক পথ।
দিনাজপুর জেলার ৬ উপজেলা নিয়ে বিরামপুর জেলা গঠনের দাবিতে মঙ্গলবার এ কর্মসূচি ঘোষণা করা হয়। ছয় উপজেলা হল- পার্বতীপুর, ফুলবাড়ী, নবাবগঞ্জ, ঘোড়াঘাট, বিরামপুর ও হাকিমপুর।
এই ৬ উপজেলাকে নিয়ে বিরামপুর জেলা বাস্তবায়নের জন্য দীর্ঘ ৩৮ বছর ধরে বিভিন্নভাবে আন্দোলন চলে আসছে বলে জানিয়েছন রফিকুল ইসলাম। এর ধারবাহিকতায় নতুন এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জেলা গঠনের দাবিতে চলমান আন্দোলনকে সহযোগিতার জন্য আহ্বানও জানিয়েছন তিনি।
২৭ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস