মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:৩৯:৫১

দিনাজপুরে শিশুশ্রম প্রতিরোধে সচেতনতামূলক সভা

দিনাজপুরে শিশুশ্রম প্রতিরোধে সচেতনতামূলক সভা

মোঃ রুকুনুজ্জামান বাবুল পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশুশ্রম প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শিশুশ্রম পরিবারের অভিভাবক ও শিশুশ্রম প্রতিরোধ কমিটির সদস্যদের নিয়ে এ সচেতনতামূলক সভার আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এডিপির শিশুশ্রম ইনিশিয়েটিভ, অর্থনৈতিক উন্নয়ন প্রকল্প।  

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারী) সকাল ১১টায় চাউলিয়াপট্টি-দক্ষিণ লালবাগ ঈদগাহ মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শিশুশ্রম প্রতিরোধ কমিটি ২নং ওয়ার্ডের সদস্য আলহাজ্ব মো. শের আলী। বক্তব্য রাখেন শিশুশ্রম প্রতিরোধ কমিটি ২নং ওয়ার্ডের সমন্বয়ক মো. সোহেল আরমান রাকিব, দৈনিক মানববার্তার দিনাজপুর প্রতিনিধি ও শিশুশ্রম প্রতিরোধ কমিটি ২নং ওয়ার্ডের সদস্য মাহবুবুল হক খান, শিশুশ্রম প্রতিরোধ কমিটির সদস্য মাছাঃ মনোয়ারা বেগম, উপদেষ্ঠা মোছাঃ শামসুন নাহার, অতিথি মো. আখতার হোসেন,ওয়ার্ল্ড ভিশনের শিশুশ্রম প্রজেক্টর সুপারভাইজার মোছাঃ সানোয়ারা খাতুন, ১০নং ওয়ার্ডের সহায়তাকারী মোছাঃ ময়না পারভীন ও সভা সঞ্চালনা করেন ওয়ার্ল্ড ভিশনের ২নং ওয়ার্ডের শিশুশ্রম প্রজেক্টর সহায়তাকারী মো. বেনজির আলী।
সভায় শিশুশ্রম প্রতিরোধ কমিটির অন্যান্য সদস্য ও শিশুশ্রম পরিবারের অভিভাবকবৃন্দ অংশগ্রহণ করেন।
১৬ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে