মঙ্গলবার, ০৬ মে, ২০২৫, ০৭:৫০:১১

এইমাত্র পাওয়া: হাসপাতালে ডা. জোবাইদা রহমান

এইমাত্র পাওয়া: হাসপাতালে ডা. জোবাইদা রহমান

এমটিনিউজ২৪ ডেস্ক : ১৭ বছর পর দেশে ফিরে অসুস্থ মাকে দেখতে হাসপাতালে গেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান।

মঙ্গলবার (৬ মে) সন্ধ্যা পৌনে ৭টার দিকে গুলশানের বাসা ফিরোজা থেকে পান্থপথে স্কয়ার হাসপাতালে যান তিনি।

ডা. জোবাইদা রহমান ধানমন্ডিতে তার বাবার বাসা মাহবুব ভবনে উঠবেন। সেখানে তার মা সৈয়দা ইকবাল মান্দ বানু এবং বড় মেয়ে শাহীনা জামান ও তার পরিবারের অন্য সদস্যরা থাকেন।

তবে সৈয়দা ইকবাল মান্দ বানু কয়েক দিন আগে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি আছেন।

ইতোমধ্যে ধানমন্ডির বাসার সাজসজ্জা, নিরাপত্তাব্যবস্থা, সিসিটিভি ক্যামেরা স্থাপন, পানি-বিদ্যুৎ-গ্যাস, জেনারেটর স্থাপনসহ বিভিন্ন প্রস্তুতির কাজ চলছে। জোবাইদা রহমানের হাসপাতাল হয়ে সেই বাসায় যাওয়ার সম্ভাবনা আছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে