মঙ্গলবার, ০৬ মে, ২০২৫, ০৭:৫৪:৫৫

বিএনপি ছেড়ে চরমোনাই পীরের দলে যোগ দিলেন সাবেক এমপি

বিএনপি ছেড়ে চরমোনাই পীরের দলে যোগ দিলেন সাবেক এমপি

এমটিনিউজ২৪ ডেস্ক : পটুয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান বিএনপি ছেড়ে যোগ দিয়েছেন চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশে।

মঙ্গলবার (৬ মে) চরমোনাই দরবারে বসে দলের আমির মুফতি সৈয়দ মো. রেজাউল করীমের হাত ধরে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দেন মোস্তাফিজুর রহমান।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কে এম শরীয়াতুল্লাহ ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মোস্তাফিজুর রহমান পটুয়াখালী-৪ আসনে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে অল্প কয়েক দিনের জন্য বিএনপির সংসদ সদস্য ছিলেন।

তিনি কলাপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং সাবেক  উপজেলা চেয়ারম্যান। বর্তমান কমিটিতে সদস্য হিসেবেও তাকে রাখা হয়েছে। যোগদান অনুষ্ঠানে তিনি শতাধিক নেতাকর্মী নিয়ে উপস্থিত হয়েছিলেন।

বিএনপির রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়া অধ্যাপক মোস্তাফিজুর রহমান আগামী সংসদ নির্বাচনে পটুয়াখালী- ৪ আসন থেকে হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচন করবেন বলে জানা গেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে