শুক্রবার, ০২ ফেব্রুয়ারী, ২০১৮, ০৯:২১:৫৫

রোনালদোর দ্বিগুণ বেতন পান মেসি, জানেন মেসির বেতন কত ?

রোনালদোর দ্বিগুণ বেতন পান মেসি, জানেন মেসির বেতন কত ?

স্পোর্টস ডেস্ক :  রোনালদোর দ্বিগুণ বেতন পান মেসি, জানেন মেসির বেতন কত ? স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তিতে মেসি বছরে বেতন পাবেন ৪৬ মিলিয়ন ইউরো। 

অন্যদিকে রোনালদোর এখন পাওয়া বেতন ২১ মিলিয়ন ইউরো।  রোনালদোর বেতনের দ্বিগুণের চেয়ে বেশি বেতন পান মেসি।  মেসি-রোনালদোর পারিশ্রমিকের এই ব্যবধান ভীষণ চোখে লেগেছে চিলিয়ান কোচ মানুয়েল পেলেগ্রিনির।

এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে সাবেক এই রিয়াল মাদ্রিদ কোচ বলেছেন, 'মেসি সহজাত দক্ষতা দিয়ে ফুটবল খেলে, যেটা আসলে কারও পক্ষেই মানিয়ে চলা সম্ভব নয়। 

তবে ক্রিস্টিয়ানো তার চেষ্টা, কঠোর পরিশ্রম ও উচ্চাকাঙ্ক্ষা দিয়ে নিজেকে যেভাবে মেলে ধরে যাচ্ছে, তাতে অবশ্যই সে তার অসাধারণ পেশাদারিত্বের জন্য প্রশংসার দাবিদার। '

তিনি আরও বলেন, 'হয়তো টেকনিক্যাল মানের দিক থেকে ও (মেসির) সমান নয়, তবে যা আছে তা দিয়েই বছরের পর বছর ধরে মেসির সঙ্গে প্রতিযোগিতা চালিয়ে যাচ্ছে।  আমি বিশ্বাস করি দুজনই বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় হওয়ার দাবিদার। '

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে