স্পোর্টস ডেস্ক: দুইদিনের জন্য বাংলাদেশে অবস্থান করছে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি। গত ১৩ ডিসেম্বর ভারতের মুম্বাই থেকে ট্রফিটি বিশ্ব ভ্রমণে বের হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ সকালে এ ট্রফি ঢাকায় পৌঁছেছে এই ট্রফিটি। বাংলাদেশের আসার আগে ট্রফি ঘুরে আসছে পাকিস্তান থেকে।
বৃহস্পতিবার বাংলাদেশে আসা আইসিসি এই ট্রফিটি দুইদিনের জন্য সদরে গ্রহণ নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তবে প্রত্যাশা রয়ে গেল ভারতের অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর থেকে ট্রফি জয় করে নিয়ে আশার।
দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত নগরীর বসুন্ধরা সিটি শপিং মলে দর্শনার্থীদের সামনে শোভা পায় ২০১৬‘র আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের এই ট্রফিটি এক নজর দেখতে। দর্শকরা কাছ থেকে এ ট্রফি দেখার সুযোগ পাবেন কালও।
বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে এটি প্রদর্শণের জন্য রাখা ট্রফি। আগামীকাল সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বসুন্ধরা সিটি শপিং মলে শোভা পাবে মর্যাদার এ ট্রফি। যে কেউ ট্রফির সঙ্গে ছবি ও সেলফি তুলতে পারবেন।
বসুন্ধরা সিটি শপিং মলে বাংলাদেদেশের ক্রিকেটপ্রেমিরা ট্রফি প্রদর্শনীতে এটির সঙ্গে ছবি তুলে নিজেদের কাছে স্মৃতিময় করেও রাখতে পারবেন।
১১ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত সীমিত পরিসরের এ আসর অনুষ্ঠিত হবে। ট্রফিটি পাকিস্তানে ছিলো ১১ ও ১২ জানুয়ারি। বাংলাদেশের পর ট্রফিটি চলে যাবে শ্রীলঙ্কা। সেখানে ১৭ ও ১৮ জানুয়ারি বিশ্বকাপের ট্রফি অবস্থান করবে। সবশেষ ট্রফিটি অস্ট্রেলিয়ায় ভ্রমণ করে ১ ফেব্রুয়ারী দিল্লীতে পৌঁছবে।
১৪ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস