স্পোর্টস ডেস্ক: আগামীকাল থেকে শুরু যাওয়া বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে মধ্যকার চার টি-টোয়েন্টির উত্তাপ ছড়াতে শুরু করেছে খুলনায়। এরই মধ্যে তৈরী খুলনা, সেই সাথে তৈরী দুই দলের ক্রিকেটাররা। শিল্প নগরী খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ২০০৬ সালের ২৮ নভেম্বর, বাংলাদেশ দল খেলেছিল প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে। দীর্ঘ নয় বছর পর ফের কাকতালীয়ভাবে মাশরাফি বাহিনী ও জিম্বাবুয়ে ক্রিকেট দলকে পেয়ে অনকেটাই আবেগফ্লুত হয়ে পড়েছে খুলনাবাসী।
বৃহস্পতিবার এই প্রথম টি-টোয়েন্টি ম্যাচের টিকেট সংগ্রহ করতে এসে মাশরাফি ও মাসাকাদজাদের এক নজর দেখতে স্টেঢিয়ামের আশেপাশে জড়ো হয় খুলনার ক্রিকেট ভক্তরা। কিন্তু তাদের দেখতে পারেননি ভক্তরা। কারণ খেলোয়াড়দের নিরাপত্তার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
এদিকে, এই প্রথম ম্যাচের টিকেটে পাওয়ার জন্য ব্যাংকের সামনে হুমড়ি খেয়ে পড়ছে মানুষ। সকাল থেকে লাইনে দাঁড়িয়েও টিকেট পায়নি অনেকে। এরপরও যেন তাদের মনে কোনো অভিযোগ নেই। এদিন শুধু প্রথম ম্যাচের টিকেট দেয়া হলেও কাল থেকে বাকী তিনদিনের টিকেট একসঙ্গে কেনা যাবে। আগামীকাল শুক্রবার বিকেল ৩টায় জিম্বাুয়ের বিপক্ষে মাঠে নামবে মাশরাফি বাহিনী।
১৪ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন /এএস