শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০১৬, ১২:০১:০৭

রিয়াল ভক্তদের জন্য দুঃসংবাদ

রিয়াল ভক্তদের জন্য দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক: রিয়াল মাদ্রিদ ভক্তদের জন্য বয়ে এলো নতুন দুঃ সংবাদ আগামী দুই দলবদলের মৌসুমে কোনো খেলোয়াড় কিনতে করতে পারবে না মাদ্রিদের এই দুই ক্লাব।বার্সা যে কারণে গত এক বছর দলবদলে অংশ নিতে পারেনি, রিয়াল-অ্যাটলেটিকোও সে কারণেই নিষেধাজ্ঞা পেল। অপ্রাপ্তবয়স্ক খেলোয়াড়দের নিয়ম ভেঙে দলে নেওয়ার জন্যই এই শাস্তি।

২০০৭ থেকে ২০১৪ সাল পর্যন্ত বেশ কজন ১৮ বছরের কম বয়সী খেলোয়াড়কে দলে নিয়েছিল অ্যাটলেটিকো। ২০০৫ থেকে ২০১৪ পর্যন্ত রিয়ালও করেছে এই কাজ। এ কারণে ট্রান্সফার উইন্ডোতে নিষিদ্ধ হলো এই দুই ক্লাব, যে নিষেধাজ্ঞা এ মাসেই কাটিয়ে উঠল স্পেনের আরেকটি ক্লাব বার্সেলোনা।

শাস্তির পাশাপাশি দুই ক্লাবকে জরিমানাও দিতে হবে। রিয়ালের ক্ষেত্রে সেটি ৩ লাখ ২৯ হাজার ইউরো। আর অ্যাটলেটিকোকে দিতে হবে ৮ লাখ ২২ হাজার ৬০০ ইউরো। এই দুঃসংবাদে একটি আপাত সুখবর অন্তত জিনেদিন জিদান পেয়েছেন। এই জানুয়ারির শীতকালীন দলবদলে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। ফলে সামনের দুই মৌসুমে কাকে কাকে কেনা দরকার, সেই হিসাব এই জানুয়ারিতেই করে ফেলতে হবে রিয়াল-অ্যাটলেটিকোর ​নীতি নির্ধারকদের। সূত্র- প্রথম আলো
১৪ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন /এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে