রবিবার, ২৬ জুন, ২০২২, ০৬:১০:০১

হার্দিক পান্ডিয়ার প্রথম পরীক্ষায় ভিলেন হতে পারে বৃষ্টি

হার্দিক পান্ডিয়ার প্রথম পরীক্ষায় ভিলেন হতে পারে বৃষ্টি

স্পোর্টস ডেস্ক: এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের দুটি দল, দুটি আলাদা দেশে সফরে গেছে৷ একটি দল রোহিত শর্মার নেতৃত্বে ইংল্যান্ডে খেলতে গিয়েছিল৷ যদিও সেখানে কোভিড আক্রান্ত হয়ে পড়েছেন হিটম্যান৷ অন্য দলটি হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্বে আয়ারল্যান্ডে খেলতে গেছে৷ 

ইংল্যান্ডের প্রথম ম্যাচ ১ জুলাই থেকে শুরু হবে কিন্তু আয়ারল্যান্ডে আজ থেকেই ম্যাচ শুরু হচ্ছে৷ হার্দিক প্রথমবার টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসেব পরীক্ষা দেবেন৷ এই সফরে ভারতীয় টিম ম্যানেজমেন্ট নিজেদের বেঞ্চ স্ট্রেংথ পরীক্ষা করে দেখে নেবেন৷ 

তবে প্রথম টি টোয়েন্টি নিয়ে একটা খারাপ খবর সামনে এসেছে৷ আসলে প্রথম টি টোয়েন্টিতে বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে৷ ভারত বনাম আয়ারল্যান্ড এই ম্যাচ রাত ৯ টায় শুরু হত৷ হার্দিক পান্ডিয়ার প্রথম পরীক্ষার ভিলেন হতে পারে বৃষ্টি।

অ্যাকুওয়েদার ডট কম অনুযায়ি, রবিবার ডাবলিনে দিনভর মেঘ ছেয়ে থাকবে৷ পাশাপাশি বৃষ্টির সম্ভবনা ৯০ শতাংশ অবধি থাকবে৷ ম্যাচ চলাকালীনও বৃষ্টি হওয়ার প্রবল সম্ভবনা৷ ক্রিকেট ম্যাচ চলাকালীন এই ধরণের ঘটনা ঘটলে ফ্যানদের ভাগ্যে শুধু নিরাশাই আসবে৷ 

দিনের তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে৷ সন্ধ্যা হতে হতে তাপমাত্রা আরও নিচে নেমে যাবে৷ এরপর  বৃষ্টি হলে প্লেয়িং কন্ডিশন কতটা কার্যকারী থাকবে তা নির্ভর করবে৷ ডাবলিনে এখন তাপমাত্রা অনেক কম৷ এতে বৃষ্টির কারণে জোরে বোলার অতিরিক্ত আদ্রর্তার ফায়দা ওঠাতে হবে৷ সূত্র: নিউজ ১৮

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে