শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ০৭:৫৪:৪০

শেষ পর্যন্ত যিনি ডাক পেলেন লিটন দাসের বদলে

শেষ পর্যন্ত যিনি ডাক পেলেন লিটন দাসের বদলে

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগে (পিএসএল) প্রথমবার খেলতে গিয়ে একরাশ হতাশা নিয়ে ফিরছেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাস। শুরুর আগেই চোটের কারণে তার এবারের পিএসএল অধ্যায় শেষ হয়ে গেল। আঙুলে চিড় ধরা পড়ায় অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হচ্ছে এই টাইগার ব্যাটারকে। ইতোমধ্যে তার পরিবর্তে নতুন করে বেন ম্যাকডারমটকে দলে নিয়েছে করাচি কিংস। 

কেবল লিটনই নন, ইনজুরিতে ছিটকে পড়া দুজনসহ চারজনের নতুন নাম অন্তর্ভুক্তি হয়েছে পিএসএলে। নিজেদের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানিয়েছে পাকিস্তানের এই টুর্নামেন্ট কর্তৃপক্ষ। লিটন মতো চোটের কারণে পিএসএল থেকে ছিটকে গেছেন ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটার জনসন চার্লস। তার জায়গায় মুলতান সুলতান্স দলে নিয়েছে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার অ্যাশটন টার্নারকে।

এ ছাড়া করাচির আরেক বিদেশি ক্রিকেটার কেইন উইলিয়ামসনকে শুরুর দিকে পাওয়া যাবে না। এই কিউই তারকা বর্তমানে আছেন আইপিএলে ধারাভাষ্যকারের ভূমিকায়। সে কারণে উইলিয়ামসন যোগ দেওয়ার আগপর্যন্ত সময়ের জন্য সাদ বেগকে ডাক পাঠিয়েছে করাচি। পিএসএলের ড্রাফটে এবার দল পাননি পাকিস্তানের তারকা পেসার ইহসানউল্লাহ। পেশোয়ার জালমি তাকে সাপ্লিমেন্টারি ক্রিকেটার হিসেবে স্কোয়াডে যুক্ত করেছে। তিনি থাকবেন অনেকটা রিজার্ভ ক্রিকেটারে মতো। কেউ চোটে পড়লে ঢুকবেন মূল স্কোয়াডে।

চোটের কারণে ছিটকে পড়া লিটন শিগগিরই ফিরে আসবেন দেশে। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, ‘আমি পিএসএলে করাচি কিংসের হয়ে খেলার জন্য অনেক রোমাঞ্চিত ছিলাম। কিন্তু ভিন্ন পরিকল্পনা ছিল সৃষ্টিকর্তার। অনুশীলন সেশনে আঙুলে চোট পাওয়ার পর স্ক্যান রিপোর্টে জানা গেছে হেয়ারলাইন ফ্র্যাকচার রয়েছে এবং চোট সারাতে ন্যূনতম ২ সপ্তাহ লাগতে পারে। দুঃখজনকভাবে আমার পিএসএল মিশন শুরুর আগেই শেষ হয়ে গেছে। আমি দেশে ফিরে আসছি এবং দ্রুত চোট কাটিয়ে উঠতে আপনাদের দোয়া ও ভালোবাসা চাই। করাচি কিংসের জন্য শুভকামনা।’

লিটনের বদলে ডাক পাওয়া ম্যাকডারমটও বেশ আগ্রাসী ব্যাটার। বিগ ব্যাশ, দ্য হান্ড্রেডসহ একাধিক বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। অন্যদিকে, উইলিয়ামসনের জায়গায় কয়েক ম্যাচের জন্য সুযোগ সাদ বেগ পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক। তাকে দেশটির ভবিষ্যৎ তারকা বলেও মনে করা হচ্ছে। 

গতকাল (১১ এপ্রিল) থেকে শুরু হয়েছে পিএসএলের দশম আসর। আসরের উদ্বোধনী ম্যাচেই আরেক বাংলাদেশি অলরাউন্ডার রিশাদ হোসেনের দল লাহোর কালান্দার্সের সঙ্গে ইসলামাবাদ ইউনাইটেড মুখোমুখি হয়েছিল। তবে রিশাদবিহীন ম্যাচটি বড় ব্যবধানে হেরেছে লাহোর। আজ (শনিবার) পিএসএল মিশন শুরুর কথা ছিল লিটনের দল করাচি কিংসের। রাত ৯টায় দিনের দ্বিতীয় ম্যাচে তারা মুলতান সুলতান্সের মুখোমুখি হবে। দিনের অপর ম্যাচে বিকেল সাড়ে ৪টায় লড়বে পেশোয়ার জালমি ও কোয়েটা গ্ল্যাডিয়েটার্স।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে