বুধবার, ২০ এপ্রিল, ২০১৬, ০৩:৫২:২০

‘তনুর পরণে থাকা কাপড়ে তিনজনের আঙুলের ছাপ পাওয়া গেছে’

‘তনুর পরণে থাকা কাপড়ে তিনজনের আঙুলের ছাপ পাওয়া গেছে’

নিউজ ডেস্ক : কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুকে পরিকল্পিতভাবেই হত্যা করা হয়েছে বলে মনে করছেন মামলার তদন্তকারী সংস্থা সিআইডি।  তাদের ধারণা, তনুকে সন্ধ্যা পৌনে সাতটা থেকে রাত নয়টার মধ্যে সেনানিবাসের ভেতরেই কোথাও হত্যা করা হয়েছে।

সিআইডি জানায়, পরে তার লাশ ঝোপের মধ্যে ফেলা দেয়া হয়।  এ ঘটনায় তিন থেকে চারজন জড়িত থাকতে পারে।  তনুর পরনে থাকা কাপড়ে ডিএনএ টেস্ট করে তিনজনের আঙুলের ছাপ পাওয়া গেছে।

সিআইডি সূত্র গণমাধ্যমকে জানায়, তদন্তের দায়িত্ব পাওয়ার পর গত ১৯ দিনের অনুসন্ধানে প্রাপ্ত তথ্য-উপাত্ত ও আলামত বিশ্লেষণ করে তনু হত্যাকাণ্ড সম্পর্কে সিআইডির কর্মকর্তারা একটা মোটামুটি স্পষ্ট ধারণা পেয়েছেন।

তদন্ত দলের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন, ২০ মার্চ বিকেল থেকে তনু সন্ধ্যা পর্যন্ত প্রথমে কুমিল্লা সেনানিবাসের সৈনিক জাহিদ এবং পরে সার্জেন্ট জাহিদের বাসায় টিউশনি শেষ করে বের হন।  সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে তনুর সঙ্গে সর্বশেষ কাউছার নামের এক ছেলের মুঠোফোনে কথা হয়।  

তিনি জানান, প্রতিদিনের মতো টিউশনি শেষে বাসায় না ফেরায় তার মা আনোয়ারা বেগম মেয়ের খোঁজে বের হন।  রাত ৯টা পর্যন্ত সেনানিবাসের ভেতরে যে পথে তনু বাসায় ফেরেন সেই কালভার্টের কাছে অপেক্ষা করেন তিনি।

এরপর বাসায় ফিরে যান।  রাত সাড়ে ১১টায় বাবা, ভাই ও একজন শিক্ষক কালভার্টের পাশেই ঝোপের মধ্যে তনুর লাশ দেখতে পান।  তদন্তকারীরা মনে করছেন, সন্ধ্যা পৌনে ৭টা থেকে রাত ৯টার মধ্যে কোনো একসময় সেনানিবাসের ভেতরের কোনো স্থানে তনুকে হত্যা করা হয় এবং রাত ৯টা থেকে ১১টা ২০ মিনিটের মধ্যে তার লাশটি ঝোপের মধ্যে ফেলা হয়।

রাত সাড়ে ১১টায় তনুর মৃতদেহ উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে যখন নেয়া হয়, তখন লাশটি ছিল ঠাণ্ডা।  ওই সময় দায়িত্ব পালনকারী চিকিৎসকরা সিআইডিকে বলেছেন, লাশ দেখে তাদের মনে হয়েছে, হাসপাতালে নেয়ার ঘণ্টা তিনেক আগে তনুকে হত্যা করা হয়েছে।

তনুর মা আনোয়ারা বেগম গণমাধ্যমকে বলেন, তনু তো ছোটখাটো মানুষ ছিল না।  এত লোকের সামনে দিয়ে তাকে কীভাবে জঙ্গলে আনল।  কেউ কি দেখে নাই।  তারে আনতে নিশ্চয় গাড়ি লাগছে।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার এক মাস পূর্ণ হচ্ছে আজ ২০ এপ্রিল বুধবার।  তনুর বাবা ও মামলার বাদী ইয়ার হোসেন বলেন, মামলার কোনো অগ্রগতি দেখছি না।  শুধু আশ্বাস পাচ্ছি।  আল্লাহ যদি আশা পূরণ করেন।

মামলাটি তদন্ত করছে সিআইডি।  এ মমলার তদন্ত-তদারককারী কর্মকর্তা সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. নাজমুল করিম খান।  তিনি গতকাল গণমাধ্যমকে বলেন, তদন্তে বেশকিছু বিষয় চিহ্নিত করেছি।  একটা ব্যাপারে নিশ্চিত হয়েছি যে, এ ঘটনা সেনানিবাস এলাকার ভেতরেই হয়েছে।  কোনো স্থানে তাকে হত্যা করে লাশ জঙ্গলে ফেলা হয়।  এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনার সঙ্গে তিন থেকে চারজন জড়িত থাকতে পারে বলে মনে হচ্ছে।

নাজমুল করিম খান বলেন, এ হত্যার জট খুলবে।  সিআইডি এ পর্যন্ত ৫২ জনকে জিজ্ঞাসাবাদ করেছে।

এদিকে গতকাল মঙ্গলবার সকালে তদন্ত-সহায়ক দলের প্রধান ও সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দ, নাজমুল করিম খান ও তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক গাজী মোহাম্মদ ইব্রাহীম আবারো কুমিল্লা সেনানিবাস এলাকায় যান।  ওই সময়ে তারা তনুর মা-বাবাসহ বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেন।

পরে বিকেল পাঁচটায় সিআইডির কুমিল্লা কার্যালয়ে তনুর লাশের প্রথম ময়নাতদন্তকারী চিকিত্সক ও কুমিল্লা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক শারমিন সুলতানাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

গণজাগরণ মঞ্চ কুমিল্লার মুখপাত্র খায়রুল আনাম রায়হান বলেন, এক মাসেও তনু হত্যার কিনারা হলো না।  এ নিয়ে আমরা হতাশ।  অবিলম্বে খুনিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।  এখন আন্দোলন কিছুটা মন্থরগতিতে চললেও সময়মতো জ্বলে উঠবে।

তনু হত্যার এক মাস উপলক্ষে আজ বুধবার বিকেলে কুমিল্লা নগরের কান্দিরপাড় পূবালী চত্বরে নারী সমাবেশের আয়োজন করা হয়েছে।  কুমিল্লার সর্বস্তরের জনগণের ব্যানারে এ সমাবেশ হবে।
২০ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে