পীরগঞ্জ (ঠাকুরগাঁও): একরামুল হকবাঁ হাতটি নেই একেবারেই। আঁকাবাঁকা একটি ডান হাত আছে বটে, কিন্তু তারও দুটি আঙুল; কবজির পরপরই যেন ঝুলে আছে প্রহসন হয়ে! তবে একরামুল বুঝে গেছে—যেমনই হোক, ওই দুটি আঙুলই তার জীবন টিকিয়ে রাখার অন্যতম হাতিয়ার হয়ে উঠতে পারে। তাই ওই দুই আঙুলের মাঝেই কলম রেখে ভারসাম্য বজায় রাখতে ডান কাঁধে সেটি ঠেকিয়ে লিখে চলে সে।
এবার পীরগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রে জেএসসি (জুনিয়র স্কুল সার্টিফিকেট) পরীক্ষা দিচ্ছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জাবরহাট উচ্চবিদ্যালয়ের শারীরিক প্রতিবন্ধী ছাত্র একরামুল হক।
সরেজমিনে গত
...বিস্তারিত»