ছাইদুর রহমান নাঈম , কটিয়াদী (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ছোট গ্রাম মসুয়ায় অস্কার বিজয়ী চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পৈতিক বাড়ি ঘিরে গড়ে উঠতে পারে মনোরম নান্দনিক পর্যটন কেন্দ্র। এই ঐতিহাসিক বাড়িটির পূর্বদিকে রয়েছে সান বাঁধানো ঘাট, পশ্চিমে কয়েক একর জায়গা জুড়ে বাড়িটি, পূর্বে প্রাচীর ও সিংহ দরজা ছিল যা এখন নেই। পশ্চিমে জরাজীর্ণ ভবন, যা এখন ভূমি অফিস। তার একটু পশ্চিমে গেলেই ডাকঘর।
বাড়ীর ভিতরে রয়েছে কারুকার্য খচিত প্রাচীন দালান, বাগানবাড়ী, হাতীর পুকুর, খেলার মাঠ ইত্যাদি। সত্যজিৎ রায়ের পিতামহের ¯তৃতিবিজড়িত
...বিস্তারিত»